কে বাঁচায় কে বাঁচে
“এভাবে দেশের লোককে বাঁচানো যায় না।” কে, কেন ও কীভাবে দেশের লোককে বাঁচাতে চায় ? অথবা, “এভাবে দেশের লোককে বাঁচানো যায় না।” এভাবে বলতে কী বোঝানো হয়েছে? এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কেন? অথবা, “এভাবে দেশের লোককে বাঁচানো যায় না।” এটি কার উক্তি? এমন মন্তব্যের কারণ কী? কীভাবে দেশের লোককে বাঁচানো যাবে? ভতর আলোচ্য অংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্প থেকে নেওয়া হয়েছে। পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে গল্পটি রচিত হয়েছে। অনাহারক্লিষ্ট মানুষ খাদ্যের আশায় কলকাতায় ভিড় করেছে। দিনের পর দিন কলকাতায় অনাহারে-অর্ধাহারে কাটিয়ে দেওয়া মানুষগুলির ঠিকানা ফুটপাথ। একদিন ফুটপাথে এমনই এক ব্যক্তির মৃত্যু