হিমালয় দর্শন
হিমালয় দর্শন
বেগম রোকেয়া
লেখিকা পরিচিতি
বেগম রোকিয়া জন্ম বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। উনার বিবাহ হয় সৈয়দ সাখাওয়াত হোসেন তিনি লেখিকার কাব্যচর্চার মূল প্রেরণা হাজার 932 সালে 7 ডিসেম্বর মারা যান
সংক্ষিপ্তসার
হিমালয় দর্শন প্রবন্ধ টি তে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি হিমালয় দর্শনের অভিজ্ঞতা ছোট ছোট নদীর মিলিত রূপ ছোট ছোট বোন গুলির অনাবিল সৌন্দর্য তুলে ধরেছেন। হিমালায়ান ট্রেন গুলি অনেক ছোট ছোট।
এই অপরূপ রূপ পাড়ি দিয়ে তিনি পৌঁছে গেছেন কার্শিয়াং। সেখানে তিনি নতুন অভিজ্ঞতা লাভ করেছেন।কার্শিয়াং এর প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ু তন্ত্র স্বাস্থ্যকর বলতে গেলে একেবারে বিশুদ্ধ। তবে শেষপর্যন্ত প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন প্রকৃত সৌন্দর্য ঈশ্বরের সৃষ্টি রয়েছে। ঈশ্বরী সমস্ত পৃথিবী সৃষ্টি করেছে। তাই ঈশ্বর কে সম্মান প্রদর্শন আবশ্যিক। মন থেকে সৌন্দর্যের প্রতি টান অনুভব করেছেন।
উৎস
কূপমন্ডুকের হিমালয় দর্শন থেকে এই অংশটি নেয়া হয়েছে।
নামকরণ
আলোচ্য অংশটি তে হিমালয়ের যাত্রাপথের বর্ণনা পাই লেখিকা হিমালয় এর বর্ণনা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ির বোন লতাপাতা চা বাগান দেখে বসুমতির সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়েছেন
এই মনোরম পরিবেশে ভুটিয়া নিজের মত অবলা স্ত্রী জাতির বসবাস করে এবং অত্যন্ত কঠিন পরিশ্রমের মাধ্যমে। আসলে ভগবানের সৃষ্টি যে এত সুন্দর সৃষ্টিকে দেখে তিনি অভিভূত এবং তিনি সাধুবাদ জানিয়েছেন প্রকৃতির বর্ণনা করেছেন।হিমালয়ের যে প্রকৃতি বর্ণনা করেছেন এই আলোচ্য অংশে। তাই নামকরণটি যথার্থ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন